মূল লড়াইয়ের আগে আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখনো দল নিয়ে ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও অস্ট্রেলিয়ায় পা রাখার পর দুটি প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের সম্ভাব্য সেরা একাদশ খেলানোর কথা বলা হয়েছিল। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশ খেলানো হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও এ বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় অন্তত সেরকমই আভাস মিলেছে। আজ ব্রিসবেনে সংবাদমাধ্যমের সামনে বিসিবির এই নির্বাচক বলেন, ‘এটা এই মুহূর্তে বলা কঠিন (সম্ভাব্য সেরা একাদশ খেলানো হবে কি না)। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হবে, আমরা আগামীকাল বলতে পারব। আরেকটা জিনিস, দলকে পুরোপুরি তৈরি করতে প্রস্তুতি ম্যাচের পরও আমরা চার-পাঁচ দিন সময় পাব। চার-পাঁচটি প্র্যাকটিস সেশন আছে। আমি মনে করি, এর মধ্যে দল পুরোপুরি তৈরি হয়ে যাবে। আশা করছি, সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকে সেরাটা দেবে।’
গতকাল নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরেকবার ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। ওপেনিং নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে নান্নু বলেন, ‘যতটুকু করার আগে করা হয়েছে। এখন বিশ্বকাপের মঞ্চে চলে এসেছে দল। প্রস্তুতি ম্যাচের পর কয়েকটা প্র্যাকটিস সেশন আছে, এখান থেকে নিজেদের প্রস্তুত করে খেলার জন্য তৈরি হতে হবে। আশা করছি, প্রস্তুতি ম্যাচ শেষে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে বিশ্বকাপে সেরা দল খেলতে পারবে।’