হোম > খেলা > ক্রিকেট

৮০ বছর বেঁচে থাকাই বোর্ডারের কাছে ‘মিরাকল’ 

অ্যালান বোর্ডারের নেতৃত্বে ১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটারের বয়স ৭০-এর কাছাকাছি। তবে জটিল এক রোগে আক্রান্ত হওয়ায় ৮০ পর্যন্ত বেঁচে থাকাই তাঁর কাছে মনে হচ্ছে ‘মিরাকল’।

বোর্ডার এখন পারকিনসনস রোগে আক্রান্ত। এ রোগে সাধারণত হাঁটার গতি কমে যাওয়া, শরীর অবশ হওয়া যায়, শরীরের ভারসাম্য রাখতে সমস্যা—এই লক্ষণগুলো দেখা দেয়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক এই রোগে আক্রান্তের কথা জানতে পেরেছেন ২০১৬ সালে। সাত বছর পর নিজের রোগের কথা জানালেন তিনি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজকর্পকে তিনি বলেন, ‘আমি চুপচাপ থাকা স্বভাবের মানুষ। এমন খবর দিয়ে মানুষের মন খারাপ করাতে চাইনি। মানুষ খেয়াল করেছে কি না, তা বলতে পারছি না। তবে কোনো না কোনো দিন তো মানুষ জানতই। বয়স আমার ৬৮। এক চিকিৎসক বন্ধু আছে আমার। সে বলেছে, যদি ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকি, তা হবে মিরাকল। তবে অনেকের চেয়ে ভালো আছি বলে আমি বিশ্বাস করি। তেমন একটা ভয় পাচ্ছি না।’

১৯৭৮ থেকে ১৯৯৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বোর্ডার। ১৫৬ টেস্টে ৫০.৫৬ গড়ে করেছেন ১১১৭৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ২৭ সেঞ্চুরি। তাঁর নামেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজের নাম হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। আর ওয়ানডেতে ২৭৩ ম্যাচে ৩০.৬২ গড়ে ৬৫২৪ রান করেছেন। এই সংস্করণে করেছেন ৩ সেঞ্চুরি।

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে