হোম > খেলা > ক্রিকেট

কোহলির নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি

দীর্ঘদিন ধরেই রানের খরায় ভুগছেন বিরাট কোহলি। গত তিন বছরে কোনো সংস্করণেই সেঞ্চুরির দেখা পাননি। ছন্দে ফিরতে একটা ভালো ইনিংসের জন্য সংগ্রাম করছেন বহুদিন ধরেই। কিন্তু এই সংগ্রামের পেছনে তাঁর কতটুকু নিবেদন আছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি।

বিরাট কোহলি বড় মাপের খেলোয়াড়—এ নিয়ে কোনো সন্দেহ নেই আফ্রিদির। কিন্তু তিনি শুরুর দিকে যে নিবেদন নিয়ে ব্যাটিং করতেন, এখনো কি সেটা আছে? পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘ক্রিকেটে মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটির ওপর একজন খেলোয়াড়ের সাফল্য নির্ভর করে। কয়েক বছর আগে কোহলি সেরা ব্যাটারের লক্ষ্যে ব্যাটিং করতেন। এখনো কি তিনি এটা অনুসরণ করেন? খেলার প্রতি তাঁর ইচ্ছা কি একই রকম আছে? এটাই সব থেকে বড় প্রশ্ন? নাকি তিনি মনে করছেন সবকিছু পেয়ে গেছেন। ভারতীয় ব্যাটার এখন ক্রিকেট কতটা উপভোগ করছেন, সেটা দেখতে হবে। তাঁর সাফল্য নিবেদনের ওপর নির্ভর করবে।’

অনেকই মনে করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে আসাতে ভালো করবেন কোহলি। কিন্তু আইপিএলেও হাসেনি তাঁর ব্যাট। উল্টো তিন ম্যাচে পেয়েছেন গোল্ডেন ডাকের লজ্জা। এবার সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিজেকে ফিরে পাওয়ার। এখন দেখার বিষয়, একমাত্র টেস্টে আফ্রিদির প্রশ্নের জবাব কোহলি দিতে পারেন কি না।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি