হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে বিধ্বস্ত করে লঙ্কানরা ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়াকে 

‘লঙ্কার ঝাঁজ’ কেমন হয়, তা যেন ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে গতকাল এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে রেকর্ড গড়ল লঙ্কানরাও।

এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে একটু দেরীতেই। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কার মতো তারকা বোলাররা। তুলনামূলক দুর্বল বোলিং আপ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা গতকাল ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। এ বছরের জুনে আফগানিস্তানকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করে শুরু। এরপর লঙ্কানরা বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে দিয়েছে, যার মধ্যে নেদার‍ল্যান্ডসকে করেছে দুবার। দ্বিতীয় সর্বোচ্চ টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৯-১০ সালে এই কীর্তি গড়েছে অজিরা।

শুধু তাই নয়, গতকাল শ্রীলঙ্কা ভেঙেছে নিজেদের রেকর্ডও। ৬ হারে এ বছর ওয়ানডে শুরু করা লঙ্কানরা জিতেছে টানা ১১ ম্যাচ। এর আগে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড ছিল লঙ্কানদের দুই বার। ২০০৪ ও ২০১৩—এই দুবার এমন কীর্তি গড়েছিল লঙ্কানরা।

ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা কয়েক ম্যাচ অলআউট করার রেকর্ড: 
১১: শ্রীলঙ্কা (২০২৩) 
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০) 
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪) 
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০) 
৯: পাকিস্তান (১৯৯৬) 

ওয়ানডেতে শ্রীলঙ্কার টানা ম্যাচ জয়: 
১১ (জুন ২০২৩ থেকে চলছে) 
১০ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে জুলাই ২০০৪) 
১০ (ডিসেম্বর ২০১৩ থেকে মে ২০১৪)

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত