হোম > খেলা > ক্রিকেট

হারের হতাশার মধ্যেই বাংলাদেশকে আইসিসির শাস্তি

জিম্বাবুয়ে সফরে দুই সিরিজ হারের ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই বাংলাদেশের ক্রিকেটে আরেক ধাক্কা। সিকান্দার রাজা-রেগিস চাকাভারা নন; তামিম ইকবালের দলকে এবার ধাক্কাটা দিয়েছে আইসিসি।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে বাংলাদেশের সব ক্রিকেটারের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করেছিল বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।

মন্থর ওভাররেটের কারণে আইসিসির সাজার বিধানটা বেশ কঠোর। আচরণ বিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার দেরিতে শেষ করলে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। ওই দিন খেলা শেষে অধিনায়ক তামিম ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আগে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্য ১৫ বল আর ৫ উইকেট অক্ষত রেখে ছুঁয়ে ফেলে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের ৩০৩ রান তাড়া করে জিতেছে স্বাগতিকেরা। দুই ম্যাচেই সেঞ্চুরি করেন সিকান্দার রাজা।

আগামীকাল জরিমানার খড়গ নিয়েই ধবলধোলাইয়ের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’