হোম > খেলা > ক্রিকেট

স্ত্রী জানালেন, হজে গেছেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র হজ পালন করতে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার হজ পালন করবেন মাহমুদউল্লাহ আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আজ তাঁর হজে যাওয়ার বিষয়টি স্ত্রী জান্নাতুল কেফায়েত মিষ্টি জানিয়েছেন ফেসবুকে।

জান্নাতুল কেফায়েত তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বামী হজ পালনের জন্য দেশ ছেড়েছেন, মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ তাঁর হজ কবুল করুন ও তার গুনাহ মাফ করুন। আমিন। আপনারা তাকে প্রার্থনায় রাখবেন।’

হজে যেতে ছুটি চাওয়ায় মাহমুদউল্লাহকে আফগানিস্তান সিরিজের ক্যাম্পে বিবেচনা করেনি বিসিবি। ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস তখন জানিয়েছিলেন, হজের মতো পবিত্র ও স্পর্শকাতর বিষয়কে তাঁরা সম্মান জানিয়ে মাহমুদউল্লাহর আবেদন গ্রহণ করেছেন।

অবশ্য ঘরের মাঠে গত আয়ারল্যান্ড সিরিজ থেকেই দলের বাইরে মাহমুদউল্লাহ। টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের দুই সংস্করণে এখনো নিজেকে উন্মুক্ত রেখেছেন তিনি। তবে লম্বা সময়ে দলের বাইরে থাকায় হুট করে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে তাঁর সুযোগ মিলবে কি না, সেটি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’