হোম > খেলা > ক্রিকেট

বড় হারেই চট্টগ্রাম টেস্ট শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম টেস্টের ফল কী হবে, অনুমান করা গিয়েছিল আগের দিনই। আজ শেষ দিন অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। সাকিব আল হাসান সেই অপেক্ষা কিছুটা বাড়িয়েছেন। তবু আজ সকালের প্রথম সেশনে ৪৯ মিনিটের বেশি টিকতে পারল না বাংলাদেশ। প্রথম টেস্টে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিকেরা।

৬ উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ভারতের ৫১৩ রানের লক্ষ্য থেকে তখনো ২৪১ রান দূরে ছিল স্বাগতিকেরা। সাকিবের আক্রমণাত্মক এক ইনিংস এই ব্যবধানটাই কমিয়েছে মাত্র। দিনের শুরুটা মেহেদী হাসান মিরাজের উইকেট দিয়ে। মোহাম্মদ সিরাজের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন মিরাজ। এক প্রান্তে সাকিবই শেষ স্বীকৃত ব্যাটার।

উপায়হীন সাকিব ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছেন বেশ কয়েকবার। ১০৮ বলের ইনিংসে ৬ চার ও ৬ ছক্কা সে কথাই বলছে। তবে শেষ পর্যন্ত থামেন সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে। ৮২ রানে কুলদীপ যাদবের বলে সাকিব বোল্ড হলে বাংলাদেশের ইনিংসের শেষ আশাটাও নিভে যায়।

দলীয় ৩২০ রানে আউট হন সাকিব। এরপর শেষ ২ উইকেটে আর ৪ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এক ওভারের ব্যবধানে আউট হন ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩২৪ রানে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার ধাক্কা সামলে উঠতে পারেনি স্বাগতিকেরা, প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ যেখানে ছিল ৪০৪ রান।

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে ভারত। ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান। লক্ষ্যটা বেশ কঠিনই ছিল। তবে ম্যাচ বাঁচানোর কাজেও ব্যর্থ বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্ট আগামী ২২ ডিসেম্বর থেকে। সিরিজ হার বাঁচাতে এই টেস্ট জেতা ছাড়া উপায় নেই বাংলাদেশের।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ