হোম > খেলা > ক্রিকেট

অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন এই ভারতীয়

বাইশ গজে ইতিহাস গড়লেন বিহারের ২২ বছরের তরুণ। প্রথম শ্রেণির অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করেছেন বিহারের সাকিবুল গণি। রঞ্জি ট্রফিতে বিস্ফোরক ব্যাটিংয়ে এমন অনন্য কীর্তি গড়েছেন গণি। প্রথম শ্রেণির অভিষেকে তাঁর আগে এমন কীর্তি গড়তে পারেননি আর কেউ। 

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে অনেক ট্রিপল সেঞ্চুরি থাকলেও অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার গণি। ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে এই ব্যাটার খেলেছেন ৩৮৭ বল, যেখানে ছিল ৫০টি চার। কলকাতার সল্ট লেকের যাদবপুর ক্যাম্পাসে এই কীর্তি গড়েন গণি। আইপিএলের নিলাম আর কদিন পর হলে হয়তো এই কীর্তির জন্যই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিতেন তাঁকে! 

মিজোরামের বিপক্ষে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি বিহারের। ৭১ রানে ফিরে যান তিন ব্যাটার। এর পরই ইতিহাস গড়তে উইকেটে আসেন গণি। মিজোরামের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে রানের ফোয়ারা ছোটান। শেষ পর্যন্ত গণির ইনিংস থামে ৩৪১ রানে। বাবুল কুমারের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৫৬ বলে ৫৩৮ রানের জুটি গড়েন গণি। বাবুল অপরাজিত আছেন ২১৮ রানে। দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বিহারের সংগ্রহ ৬ উইকেটে ৬৪৬। 

গণির আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ছিল মধ্যপ্রদেশের অজয় রোহেরার। হায়দরাবাদের বিপক্ষে ২০১৮-১৯ রঞ্জি মৌসুমে রোহেরা খেলেছিলেন ২৬৭ রানের ইনিংস।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত