হোম > খেলা > ক্রিকেট

তালেবান শাসনেও আফগান নারীরা ক্রিকেট খেলতে পারবেন

নারীরা ক্রিকেট চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। ক্রিকেট বোর্ডের স্টাফদের সঙ্গে পরিচিতিমূলক এক সভায় এই ঘোষণা দিয়েছেন তিনি।

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। অনিশ্চিত হয়ে পড়েছে দেশটির নারী ক্রিকেট। তবে এর বিপরীতে আশরাফের মন্তব্যগুলো আত্মবিশ্বাস ও আশা দেখাচ্ছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও সব স্বীকৃত দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে। 

নারী ক্রিকেট আইসিসির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আশরাফও সে কথাই বলেছেন। একই সঙ্গে নারী ক্রিকেট চালিয়ে যেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি, ‘নারী ক্রিকেট আইসিসির প্রধান আবশ্যিকতাগুলোর একটি। এটি নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মেয়েরা স্বাভাবিক নিয়মেই ক্রিকেট খেলবে। আমরা তাদের মৌলিক চাহিদা ও তাদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দিতে চাই।’ 

নারী ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে বোর্ডের কর্মকর্তাদের কিছু নির্দেশনা দিয়েছেন আশরাফ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রতিটি কর্মীকে অবশ্যই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং তাদের নিজ নিজ এলাকায় ভালো করতে কঠোর পরিশ্রম করতে হবে।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক