হোম > খেলা > ক্রিকেট

লাহোর ভালো দল, খেলে মজা পাবা, রিশাদকে তামিম

ক্রীড়া ডেস্ক    

রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। দল পাওয়ার পর রিশাদকে কিছু ধারণা দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন একই দলে খেলছেন তামিম-রিশাদ। ২০২০ সালে লাহোরের হয়ে পিএসএল খেলেছিলেন তামিমও।

ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট নিয়ে ভালো অভিজ্ঞতাও রয়েছে তামিমের। সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ব্যস্ত রিশাদের দল ফরচুন বরিশাল। অনুশীলনের ফাঁকে আজ সংবাদমাধ্যমকে রিশাদ বললেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই।’

লাহোরে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শাহিন শাহ আফ্রিদিকেও। পাকিস্তানি পেসার এখন বিপিএল খেলছেন বরিশাল দলের হয়ে। রিশাদ জানিয়েছেন, পিএসএলে দল পাবেন, এটা আগেই কিছুটা অনুমান করেছিলেন তিনি। এই লেগ স্পিনার বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে দুই দফায় দল পেলেও নানা জটিলতায় যাওয়া হয়নি রিশাদের। সব ঠিক থাকলে পিএসএলে পুরো মৌসুমই খেলার সুযোগ আছে রিশাদের। তবে যেখানে তিনি খেলতে পারেননি, সেটা নিয়ে চিন্তা করেন না রিশাদ, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখব।’

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। রিশাদের বিশ্বাস পরের মৌসুমে আরও বেশি বাংলাদেশের খেলোয়াড় দল পাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, ‘ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর আরও সুযোগ আসবে, তিন-চার জনের বেশি। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাইব ১২-১৫ জন, বাইরের লিগগুলো খেলব। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, আশা থাকবে, পরে আরও ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের ক্রিকেটাররা।’

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’