হোম > খেলা > ক্রিকেট

এক ওভারে ৫ ছক্কা, জিসানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

ক্রীড়া ডেস্ক    

৫২ বলে সেঞ্চুরি করলেন জিসান আলম। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী দিনেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন জিসান আলম। ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সিলেটের এই ওপেনার। এক ওভারে টানা ৫ ছক্কাসহ তুলেছেন ৩২ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিসানের ছক্কা-চারের ফুলঝুরিতে ঢাকাকে ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট।

টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাইফ হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সিলেট। ৫.১ ওভারে উদ্বোধনী জুটিতে জিসান ও তৌফিক খান তুষার যোগ করেন ৪৯ রান। ১৭ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৯ রান করে নাজমুল ইসলাম অপুর শিকার হন তুষার। দ্বিতীয় উইকেটে অমিত হাসানকে নিয়ে ৯৫ রানের দারুণ একটি জুটি গড়েন জিসান।

২৫ বলে ২৬ রানে ফেরেন অমিত। জিসান হাঁটছিলেন ফিফটি করে সেঞ্চুরির পথে। ১৩ তম ওভারে সালাউদ্দিন শাকিলকে ছক্কা মেরে ৩৯ বলে করেন ফিফটি। ১৪ তম ওভারে স্পিনার আরাফাত সানি জুনিয়রকে টানা পাঁচটি ছক্কাসহ ৩২ রান নিয়ে পৌঁছে যান সেঞ্চুরির কাছাকাছি। সেই ওভারের প্রথম বলে নিয়েছেন দুই রান। পরের ৫ বলে মেরেছেন ৫টি ছক্কা।

অপুর করা ১৭তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ৫২ বলে জিসান তুলে নেন সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ৫২ বলে সেঞ্চুরি আছে নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টিতে বাংলাদেশ হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি পারভেজ হোসেন ইমনের, ৪২ বলে। ৪৮ বলে সেঞ্চুরি আছে তামিম ইকবালের। ওই ওভারেই নিজের পরের বলে বোল্ড হয়েছেন জিসান। ৫৩ বলে ১০০ রানের ইনিংসে মেরেছেন ১০টি ছক্কা ও চারটি ৪।

শেষ দিকে ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মাহফুজুর রহমান রাব্বি। সিলেটের স্কোরে জমা হয় ৪ উইকেটে ২০৫ রান। ২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার বাঁহাতি স্পিনার অপু। তবে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি জিসানের নামেই লেখা হলো।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত