হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে লেগ স্পিনারের মূল্য বোঝালেন জাম্পা

বিশ্বকাপ শুরুর আগেই রিজার্ভ দলে থাকা একমাত্র লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফেরত পাঠায় বাংলাদেশ দল। প্রায় সব দল সঙ্গে লেগ স্পিনার রাখলেও বাংলাদেশ যেন সেই প্রয়োজনীয়তাই বোধ করল না। দলে লেগ স্পিনার থাকলেও দলের এমন ভরাডুবি থামানো যেত কি না সেই প্রসঙ্গ ভিন্ন। তবে পরিহাসের বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল বাংলাদেশের দুরবস্থার অন্যতম কারণ ছিল লেগ স্পিনারই। মাহমুদউল্লাহ রিয়াদদের ৭৩ রানে অলআউট করার পথে একাই ৫ উইকেট নিয়েছেন জাম্পা।

শুধু জাম্পাই নন, বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছেন অন্য লেগিরাও। এই বিশ্বকাপে লেগ স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে ফিরেছেন ১১ বার। লেগ স্পিনারদের খেলার সময়ও বেশ ভুগতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। অনুশীলনে লেগ স্পিনের বিপক্ষে খেলে প্রস্তুতি না নেওয়ার খেসারত সব মিলিয়ে বেশ ভালোভাবেই দিতে হয়েছে বাংলাদেশকে।

আজ দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফিফ হোসেনকে গুগলিতে ফিরিয়ে শুরুটা করেন জাম্পা। এরপর বাংলাদেশের রান যখন ৬২, তখন পরপর দুই বলে শামীম হোসেন ও মেহেদী হাসানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তোলেন ২৯ বছর বয়সী এই স্পিনার। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ক্যারিয়ারের প্রথম ফাইফার ঠিকই পান জাম্পা। তাঁর শেষ দুই শিকার ছিলেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। সব মিলিয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনাল সম্ভাবনা ভালোভাবে বাঁচিয়ে রাখতে বড় জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। জাম্পার হাত ধরে সেই জয়টিই পেয়েছে অ্যারন ফিঞ্চের দল। ম্যাচ শেষে ফাইফারের অনুভূতি জানাতে গিয়ে জাম্পা বলেন, ‘প্রথম ফাইফারের অনুভূতি সব সময় দারুণ।’ এই ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন জাম্পা। হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়ে এ স্পিনার আরও বলেন, ‘হ্যাটট্রিক বলের জন্য আমাকে মাঝে তিন ওভার অপেক্ষা করতে হয়েছে। আমি জানি না, আর কেউ এ বিষয়ে জানত কি না।’

দারুণ বোলিংয়ে অধিনায়ক ফিঞ্চের কাছ থেকেও প্রশংসা শুনেছেন জাম্পা। ফিঞ্চ বলেন, ‘জাম্পা অসাধারণ বোলিং করেছে। এটা সত্যিই নিখুঁত পারফরম্যান্স।’ 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা