হোম > খেলা > ক্রিকেট

সাকিব-তামিমদের মতো ওয়েস্ট ইন্ডিজেও ব্যাটিং দুর্দশা মিঠুনদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।

আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররা। গতকাল দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ব্যাটিং করেছেন মোটে ৬০.৫ ওভার। ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আরেক প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।

গতকাল দ্বিতীয় দিন আর মাত্র ১৭.৫ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। স্কোরবোর্ডে আর জমা করতে পেরেছে ৩২ রান। ফিফটি পূর্ণ করেই আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে আর মাত্র ১৫ বল খেলে ৪ রান যোগ করে আউট হন। ৬০ বলে ২৭ রান করেন নাঈম।

এরপর যা একটু লড়াই করেন লোয়ার অর্ডার ব্যাটার রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করেন এনামুল। এজন্য অবশ্য ৩৯টি বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। আরেক পেসার জাস্টিন গ্রিভস নেন ৩ উইকেট। জাতীয় দলের মতো বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররাও পেসারদের সামনে খাবি খেয়েছেন।

বাংলাদেশের ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ঠিকই দৃঢ়তা দেখিয়েছেন। ওপেনিংয়ে নেমে ত্যাগনারাণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৩২ রান করেন জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। একটি করে উইকেট নেন রেজাউর ও নাঈম।

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া