হোম > খেলা > ক্রিকেট

কোহলি-জাদেজারা আইপিএলে যেভাবে লাখপতি থেকে কোটিপতি

কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হবে ১৬তম আইপিএল। অল্প সময়ে কোটিপতি হওয়া যায় বিধায় অনেক ক্রিকেটারই এই টুর্নামেন্টকে পাখির চোখ করে থাকেন।

গতকাল ক্রিকট্র্যাকার তাদের ফেসবুক পেজে লাখপতি থেকে কোটিপতি হওয়া ১০ ক্রিকেটারের নাম উল্লেখ করেছে। ১০ ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা আইপিএল শুরুর মৌসুম ২০০৮ থেকে এখনো খেলছেন। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১২ লাখ ভারতীয় রুপিতে শুরু করা কোহলির দাম এখন ১৫ কোটি। এবারও বেঙ্গালুরুর হয়েই খেলছেন ভারতীয় এই ব্যাটার। আর রাজস্থান রয়্যালসের হয়ে শুরু করা জাদেজার দাম ১০ লাখ থেকে হয়েছে ১৬ কোটি রুপি। ভারতীয় এই বাঁহাতি স্পিনার এবার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

১০ ক্রিকেটারের তালিকায় সবচেয়ে বেশি ১৭৫ গুণ দাম বেড়েছে সঞ্জু স্যামসনের। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেকে স্যামসনের দাম ছিল ৮ লাখ রুপি। ২০২৩ আইপিএলে তাঁর দাম হয়েছে ১৪ কোটি রুপি। ভারতীয় এই ব্যাটার এবার খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। দুই বছরের ব্যবধানে ৪০ গুণ দাম বেড়েছে ভেঙ্কটেশ আয়ারের। ২০২১ আইপিএলে কলকাতার হয়ে ২ কোটি রুপিতে শুরু করা ভেঙ্কটেশের দাম এখন ৮ কোটি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার এবারও খেলবেন কলকাতার হয়ে। 

আইপিএলে লাখপতি থেকে কোটিপতি ১০ ক্রিকেটার (ভারতীয় রুপি) 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা