হোম > খেলা > ক্রিকেট

আজ রাজকোটে ফিরেই বোলিং করতে পারবেন তো অশ্বিন

মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে রাজকোট টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে আর দেখা যাবে না এমনটাই জানা গিয়েছিল। তবে আজ নতুন সংবাদ জানা গেছে। আজ মাঠে নামবেন অশ্বিন। 

অশ্বিনের মাঠে ফেরার সংবাদটি নিশ্চিত করেছেন দিনেশ কার্তিক। কুলদীপ যাদব তাঁকে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটার। বর্তমানে এই টেস্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। অশ্বিনের ফেরা নিয়ে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআইও। 

ক্রিকইনফো জানিয়েছে, মধ্যাহ্নভোজের পর টেস্টে যোগ দেবেন অশ্বিন। তাঁকে বোলিং করার জন্য অবশ্য মাঠে একটা নির্দিষ্ট সময় কাটাতে হবে কি না, তার একটা ব্যাপার রয়েছে। কেননা, নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যতটুকু সময় মাঠের বাইরে থাকেন, ঠিক তত সময় মাঠে থাকতে হবে, যদি ব্যাটিং বা বোলিং করতে চান। তবে অশ্বিনের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আসতে পারে। কেননা, বিশেষ কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। 

গতকাল কার্তিকও জানিয়েছিলেন, টেস্টে ফিরলে অশ্বিনের বোলিং করার জন্য অপেক্ষা করতে হবে না। আম্পায়াররা পেনাল্টি সময়টা মওকুফ করবেন, যেহেতু গ্রহণযোগ্য কারণে ভারতীয় অফ স্পিনার মাঠের বাইরে ছিলেন। আর খেলার শর্তানুযায়ী যেহেতু তাঁর বিষয়টা অসুস্থতা বা কোনো চেটের সঙ্গে সম্পর্কিত নয়। 

নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার আগে কীর্তি গড়েছিলেন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছিলেন ৩৭ বছর বয়সী অফ স্পিনার। তাঁর আগে এই কীর্তি গড়েছেন ৬১৯ উইকেট নেওয়া সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। আর সব মিলিয়ে নবম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন অশ্বিন।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত