হোম > খেলা > ক্রিকেট

কেন স্থগিত হলো আইপিএল

ঢাকা: ভারতের করোনা ভয়াবহতায় আইপিএল আয়োজন নিয়ে চারিদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনার তির। এসব পাত্তা না দিয়ে গত ৫ এপ্রিল সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ‘আসন্ন আইপিএল নির্ধারিত সূচী অনুসারেই হবে।’ ৯ এপ্রিল শুরু আইপিএল–ইনিংসটা হুট করে থেমে গেছে আজ। কিন্তু কেন হঠাৎ পিছু হটতে বাধ্য হলেন সৌরভরা?

টুর্নামেন্ট বন্ধের পেছনে আইপিএল গভর্নিং কাউন্সিল ইঙ্গিত করছে, ভারতে খেলা আয়োজনই ছিল ভুল সিদ্ধান্ত। মাঠের সংখ্যা বাড়ানো, এক ভেন্যু থেকে আরেক ভেন্যু যেতে বিমানভ্রমণ ও হোটেলকর্মীদের যথাযথ করোনা পরীক্ষা না হওয়া, একই হোটেলে সাধারণ মানুষের সঙ্গে দলগুলোর অবস্থান—এই ত্রুটিগুলোই প্রশ্নবিদ্ধ করেছে আইপিএলের জৈব সুরক্ষাবলয়। দলগুলোর অন্দরে ঢুকে পড়েছে অদৃশ্য ভাইরাস।

গত চার সপ্তাহে ক্রিকেটার, মাঠকর্মী, সাপোর্ট স্টাফ, ফ্র্যাঞ্চাইজি সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। আইপিএল থেকে নাম প্রত্যাহারও করেছেন একাধিক ক্রিকেটার। টুর্নামেন্ট শুরুর আগে থেকে আজ স্থগিত হওয়া পর্যন্ত শুধু বাধাই এসেছে। টুর্নামেন্ট একেবারেই স্থগিত হওয়ার আগে দুটি ম্যাচ স্থগিত হয়েছে।

অথচ ছয় মাস আগেই আইপিএলের ১৩তম সংস্করণ আরব আমিরাতে সফলভাবেই হয়েছিল। ভারতীয় বোর্ড সেই আত্মবিশ্বাস থেকে নিজ দেশে আইপিএল আয়োজন করেছিল। শেষ পর্যন্ত করোনাভাইরাসের ইয়র্কারে বোল্ডই হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

অবস্থা এতটাই শোচনীয়, বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়ে গেছে বিসিসিআই। তারা অবশ্য জানিয়েছে সব খেলোয়াড়কে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই কঠিন সময়ে আইপিএল আয়োজন করতে পারায় সব স্বাস্থ্যকর্মী, ক্রিকেটার, দলের কর্মী এবং আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদও জানানো হয়েছে।

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’