অবশেষে ধর্ষণে অভিযুক্ত সন্দ্বীপ লামিচানে জামিন পেয়েছেন। গতকাল পাটনা হাইকোর্ট জামিন দিয়েছেন তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট অফিশিয়ালরা।
এর আগে কাঠমাণ্ডু জেলা আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন লামিচানে। কিন্তু নামঞ্জুর করেন আদালত। অবশেষে গ্রেপ্তারের তিন মাসের বেশি সময় পর জামিন পেয়েছেন তিনি।
কোর্টের অফিশিয়ালরা জানান, পাটান হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের যৌথ বেঞ্চ বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ ৩৬ হাজার টাকায় জামিন মঞ্জুর করেছেন লামিচানের। জামিন পেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না ২২ বছর বয়সী ক্রিকেটার।
গত ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে ১৭ বছরের এক কিশোরী। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।