হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সিরিজ থেকে তারকাদের কেন বিশ্রাম দিল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

এইডেন মার্করাম ও কাগিসো রাবাদাকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দিল দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি

দম ফেলার সময়ই নেই দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কা সিরিজ শেষ হতে না হতে প্রোটিয়াদের ঝাঁপিয়ে পড়তে হবে পাকিস্তান সিরিজের জন্য। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তাই তারকা ক্রিকেটার ছাড়া খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্তাবসদের বিশ্রাম দেওয়া হয়েছে পাকিস্তান সিরিজ থেকে। কারণ, তাঁরা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন। পোর্ট এলিজাবেথে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। পাঁচ দিনে গড়ালে টেস্ট শেষ হবে ৯ ডিসেম্বর। পরের দিন (১০ ডিসেম্বর) ডারবানে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মার্করাম না থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন হেনরিখ ক্লাসেন। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ মাস পর ফিরছেন অ্যানরিখ নরকীয়া ও তাবরেইজ শামসি। দুজনেই দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ খেলেছেন এ বছরের ২৯ জুন বার্বাডোজে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এছাড়া রায়ান রিকেলটন, কোয়েনা মাফাকা, ম্যাথু ব্রিটজকে-এই তিন ক্রিকেটার পাকিস্তান সিরিজের দলে যোগ দেবেন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে। তাবরেইজ শামসি বর্তমানে গ্লোবাল সুপার লিগে খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেই অবশ্য দুঃসংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিদি দুই তারকা পেসার পাকিস্তান সিরিজে কোনো ম্যাচই খেলতে পারবেন না। দুই দলের সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে। ১৭ থেকে ২২ ডিসেম্বর হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের তিন ওয়ানডে। সীমিত ওভারের ক্রিকেট শেষে দল দুটি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার দল

হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), রিজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, ডেভিড মিলার, রাসি ফন ডার ডুসেন, ডোনোভান ফেরেইরা, আদিলে সিমেলান, জর্জ লিন্ডে, রায়ান রিকেলটন, তাবরেইজ শামসি, কোয়েনা মাফাকা, এনকাবা পিটার, অ্যানরিখ নরকীয়া, ওটনেইল বার্টমান, ম্যাথু ব্রিটজকে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা