হোম > খেলা > ক্রিকেট

যে চ্যানেল দেখাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী মঙ্গলবার চেমসফোর্ডে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ টিভির পর্দায় সরাসরি দেখা যাবে কিনা সেটি নিয়ে ছিল সংশয়। অবশেষে সে সংশয় কেটে গেছে। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি সরাসরি সম্প্রচার করবে আয়ারল্যান্ডের প্রিমিয়ার স্পোর্টস।

প্রিমিয়ার স্পোর্টসের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার করার ব্যাপারটি নিশ্চিত করেছ ক্রিকেট আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের চ্যানেল খেলাগুলো সম্প্রচার করলেও বাংলাদেশে কোন চ্যানেল দেখাবে তা এখনো নিশ্চিত হয়নি। 

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়েছে, দ্রুতই এটি জানা জানাবে তারা। ভারতে ফ্যানকোডে দেখা যাবে এ সিরিজ। আর উইলো টিভির মাধ্যমে উত্তর আমেরিকাতেও দেখা যাবে সিরিজের খেলাগুলো। 

গত পরশু বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আয়ারল্যান্ড সিরিজের সম্প্রচার নিয়ে বলেছিলেন, ‘এখন পর্যন্ত কোন টিভি চ্যানেল খেলা সম্প্রচার করবে তা নিশ্চিত করতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্বও তারাই বিক্রয় করবে। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’ 

ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে আগামী ৯,১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড