হোম > খেলা > ক্রিকেট

জোড়া ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল প্রথম দিন যেখানে মারনাস লাবুশেন-স্টিভ স্মিথরা শেষ করেছিলেন, দ্বিতীয় দিন আজ তারা সেখানেই শুরু করলেন দুই ব্যাটার। দুজনেই তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। লাবুশেন-স্মিথের ডাবল সেঞ্চুরিতে পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের কোনো উইকেট তুলতে না পারলেও স্বাগতিকেরা ৫২৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।

লাবুশেন তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। স্মিথ সাদা পোশাকে পেলেন চতুর্থ ডাবল সেঞ্চুরি। তৃতীয় উইকেটে স্মিথ-লাবুশেন করেছেন ২৫১ রানের মহাকাব্যিক জুটি। লাবুশেনকে ফিরিয়ে এই মহাকাব্যিক জুটি ভেঙে দিয়েছেন ক্রেগ ব্রাথওয়েট। ৩৫০ বলে ২০৪ রান করেছেন লাবুশেন। লাবুশেন আউট হলে উইকেটে আসেন ট্রাভিস হেড। হেডকে নিয়ে চতুর্থ উইকেটে ১৯৬ রানের জুটি গড়েছেন স্মিথ। এই জুটিটি এসেছে ২০৮ বলে। যেখানে ১ রানের জন্য পঞ্চম টেস্ট সেঞ্চুরি পাননি হেড। হেডের উইকেটটি নিয়েছেন ব্রাথওয়েট। হেডের আউটের পরই মূলত ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ১৫২.৪ ওভারে ৪ উইকেটে ৫৯৮ রান করে স্বাগতিকেরা। ৩১১ বলে ২০০ রান করে অপরাজিত থাকেন স্মিথ। 

অস্ট্রেলিয়া ৫৯৮ রান করার পর খুব সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপাল। ২৫ ওভারে বিনা উইকেটে ৭৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ক্যারিবীয়রা। ত্যাগনারায়ন ৭৩ বলে ৪৭ রান করে অপরাজিত আছেন। আর বরাবরের মতো টেস্টে ধৈর্য্যের পরিচয় দিলেন ব্রাথওয়েট। ৭৯ বলে ১৮ রান করে উইকেটে এখনো আছেন ক্যারিবীয় এই ওপেনার।

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন