হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে খেলতে পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি

খেলা ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই। এরপর নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হতে হতে কোনোরকমে বেঁচে যাওয়া। দলের এই পারফরম্যান্সে যার পর নাই ক্ষুদ্ধ পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। 

দলের নতজানু এই পারফরম্যান্সের একটা কারণও খুঁজে বের করেছেন হাফিজ। আর সেটি হলো—জাতীয় দলের হয়ে সফরের সময় ফ্র্যাঞ্চাইজি লিগের ভাবনাটাও ছিল ক্রিকেটারদের মাথায়!

ফ্র্যাঞ্চাইজি লিগ বলতে মোহাম্মদ হাফিজের ইঙ্গিতটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগের ওপর। দুটি লিগই শুরু হয়েছে ১৯ জানুয়ারি। আর নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল ২১ জানুয়ারি।

নিউজিল্যান্ড সফর শেষে পাকিস্তানে এসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন হাফিজ। সেখানেই বোর্ডের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ার এবং প্রধান পরিচালনা কর্মকর্তা সালমান নাসিমকে হাফিজ বলেছেন, সফরে খেলোয়াড়দের মনোযোগের অভাব ছিল। তাঁদের আগ্রহে ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

হাফিজের এই মূল্যায়নের পরও অবশ্য আমের জামাল, সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও আকিফ জাভেদ—এই পাঁচ ক্রিকেটারকে বিপিএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি। 

জানা গেছে, হাসনাইন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাইম দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন। নেওয়াজ খেলবেন খুলনা টাইগার্সে। তরুণ পেসার আকিফ জাভেদকে নিয়েছে ফরচুন বরিশাল। হাসনাইন, নেওয়াজ ও জাভেদ গতকালই বাংলাদেশে চলে এসেছেন।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত