হোম > খেলা > ক্রিকেট

রোহিত-কোহলিদের ছাড়াই টি-টোয়েন্টি দল ভারতের

শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে ছিলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে নেই এই দুই ভারতীয় তারকা ক্রিকেটার।

বরাবরের মতো নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি দলে অনেক দিন পর ডাক পেলেন পৃথ্বী শ। ভারতীয় এই ব্যাটার কয়েক দিন আগে রঞ্জি ট্রফিতে ৩৮৩ বলে ৩৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। আর শ্রীলঙ্কা সিরিজে চোটে পড়ে বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। স্যামসনের পরিবর্তে এই সংস্করণে ডাক পেয়েছেন জিতেশ শর্মা।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। তাতে ওয়ানডে দলে ডাক পেলেন শাহবাজ আহমেদ ও শ্রীকর ভরত। আর্শদীপ সিংয়ের পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পেলেন শার্দুল ঠাকুর। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই দলেই আছেন কুলদীপ যাদব।

হায়দরাবাদে ১৮ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। ২১ ও ২৪ জানুয়ারি রাইপুর ও ইন্দোরে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ২৭ জানুয়ারি রাঁচিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ জানুয়ারি লখনৌ ও ১ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল:

টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), পৃথ্বী শ, রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক, শিভম মাভি, মুকেশ কুমার 

ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, উমরান মালিক, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু