হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েতে ওয়ানডে না খেলে দেশে ফিরছেন মুশফিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। দেশে ফিরে তিনি ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে পারেন। মুশফিকের ফেরার বিষয়টি আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলতে হলে মুশফিককে হয় জিম্বাবুয়েতে দলের সঙ্গে থেকে যেতে হতো, না হয় ওয়ানডে সিরিজের শুরুতে কিংবা মাঝপথে দেশে ফিরতে হতো। মুশফিক বেছে নিলেন শেষেরটাই।

বিসিবি যদিও জানিয়েছে, পারিবারিক কারণেই সফরের মাঝপথে মুশফিকের দেশে ফেরা।  তিনি আজই দেশের উদ্দেশে হারারে থেকে রওনা দেবেন। ১৬ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না দেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানের।

মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে চেয়েছিলেন। তিনি ছুটি চেয়েছিলেন শুধু টি–টোয়েন্টি সিরিজ থেকে। এর পেছনে মুশফিকের যুক্তি ছিল, কদিন বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ফিরবেন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কড়া শর্তে।

এরই মধ্যে সিএ বিসিবিকে জানিয়ে দিয়েছে, জৈব সুরক্ষাবলয় থেকে বাংলাদেশ দলের কেউ একবার বের হয়ে গেলে তাঁকে সিরিজের আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের ব্যত্যয় হলে কোনো ক্রিকেটার সুরক্ষাবলয়ে প্রবেশ করতে পারবেন না। এখানেই আটকে যাচ্ছিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ জুলাই শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ জুলাই। মুশফিক যদি সিরিজ শেষেই দেশে ফেরেন, ফিরতে হবে ২২ জুলাই। ওই দিন থেকেও যদি ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেন, শেষ হবে ১ আগস্ট। সে রকম হলে তাঁকে অস্ট্রেলিয়া সফর মিস করতে হতো।

এখন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলো জলাঞ্জলি দিতে হলো মুশফিককে। যদিও তাঁর ফেরার কারণটা ‘পারিবারিক’ বলেছে বিসিবি। মুশফিক ও তাঁর পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছে বিসিবি।

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’