হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজে ফিজকে দিল্লির শুভকামনা 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে মোস্তাফিজুর রহমানের ৷ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। আইরিশদের বিপক্ষে সিরিজে মোস্তাফিজকে শুভকামনা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

আজ দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে মোস্তাফিজের সঙ্গে রিকি পন্টিংয়ের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘কোচ পান্টার সহ সবার পক্ষ থেকে আমাদের বাঘকে শুভকামনা। আয়ারল্যান্ড সিরিজে ভালো কর ফিজ।’ ফিজের ছবি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ১৩ হাজার রিঅ্যাকশন ও ৫৫৫ মন্তব্য হয়ে গেছে। পোস্টটি ২৫ বারের বেশি শেয়ার হয়ে গেছে এরই মধ্যেই।

ভাড়া করা বিমানে চড়ে গত ১ এপ্রিল আইপিএলে খেলতে যান মোস্তাফিজ। যাওয়ার পর দিল্লি ক্যাপিটালস খেলেছে ৮ ম্যাচ। ৮ ম্যাচের মধ্যে মোস্তাফিজ খেলেছেন দুই ম্যাচ। এবারের আইপিএলে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি বাংলাদেশের এই বাঁহাতি পেসার। দুই ম্যাচে ৭ ওভার বোলিং করে ১১.২৯ ইকোনমিতে ১ উইকেট নিয়েছেন। আজ বাংলাদেশে ফিরেছেন মোস্তাফিজ। আয়ারল্যান্ড সিরিজ খেলতে আগামীকাল ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ৯,১২, ১৪ মে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ওয়ানডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক