আজ সকালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি জানা গেছে। রাতে জানা গেল বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচিও।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক মৌসুমের সূচি একবারেই জানিয়ে দেয়। আজ তারা ২০২৩ থেকে ২০২৫—এ সময়ে নিজেদের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজের ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী দুই বছরের চূড়ান্ত সূচিতে দুই ধাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। আগামী বছরের আগস্টে ২ টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আবার ২০২৫ সালের মে মাসে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ভেন্যু অবশ্য এখনো জানায়নি পিসিবি।
বাংলাদেশ সর্বশেষ পাকিস্তানে গিয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সেবার লাহোরে একটি টি-টোয়েন্টি সিরিজ ও রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলেছিল তারা। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করাচি টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিল করা হয়। আগামী বছর দ্বিপক্ষীয় সিরিজ খেলার আগে বাংলাদেশ আগামী মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যেতে পারে এশিয়া কাপ খেলতে। হাইব্রিড মডেলে হওয়া এই এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের দুটি ম্যাচ হতে পারে পাকিস্তানে। টুর্নামেন্টের সূচি অবশ্য চূড়ান্ত হয়নি।