হোম > খেলা > ক্রিকেট

ফাইনালের পথে বাংলাদেশের যুবারা

গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির দল। যাদের বিপক্ষে ছোট-বড় যেকোনো টুর্নামেন্টেই হেরে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। 

এবার অবশ্য বিপরীত চিত্রই দেখা যাচ্ছে বাংলাদেশের খেলায়। প্রতিপক্ষে ১৮৮ রানে আটকিয়ে জয়ের পথে রয়েছে বাংলাদেশ। আজ জিতলে দ্বিতীয়বারের মতো যুবাদের শ্রেষ্ঠত্বের ফাইনাল উঠবে বাংলাদেশ। 

১৮৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলীয় রানের খাতায় ২ রান হওয়ার সময় সাজঘরে ফেরেন জিশান আলম। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে ছোট দুটি জুটি হলেও ৩৪ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি আজ ৭ রানের বেশি করতে পারেননি। 

তবে এর পর থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলকে ঘুরে দাঁড়াতে দুর্দান্ত অবদান রাখেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ উইকেটে ৯৪ রানের জুটি গড়েছেন দুজনে। তাঁদের জুটিতে ভর করেই বাংলাদেশের আর প্রয়োজন ৬১ রান। হাতে রয়েছে ১৮ ওভার। 

বর্তমানে ৩ উইকেটে ১২৮ রান বাংলাদেশের। ৬২ রান করা আরিফুলের সঙ্গে ৩৩ রানে অপরাজিত আছেন আহরার। এর আগে দুই ফিফটিতে ১৮৮ রানে থামে ভারতের ইনিংস। ৪১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার মারুফ মৃধা।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা