এশিয়া কাপের হতাশা এখনো কাটেনি বলা যায়। এর মধ্যেই আজ ফের মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
সবশেষ এশিয়া কাপে খেলা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদী ও তাওহীদ হৃদয়ের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদ।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে গেছেন এই সিরিজ থেকে। তাঁর জায়গায় যথারীতি দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।