হোম > খেলা > ক্রিকেট

রুটকে ‘নকল’ করতে গিয়ে ব্যর্থ কোহলি

বিরাট কোহলির ব্যাট কোনোভাবেই তাঁর কথা শুনছে না। দীর্ঘদিন ধরে বড় ইনিংস উপহার দিতে পারছেন না ভারতীয় তারকা। 

ইংল্যান্ড সফরে থাকা কোহলি চেষ্টা করেছিলেন জো রুটকে ‘নকল করে জাদুকর’ হওয়ার। সে চেষ্টাতেও বেঁকে বসেছে তাঁর ব্যাট। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নন-স্ট্রাইক প্রান্তে থাকা কোহলি তাঁর ব্যাটকে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ভারতের সাবেক অধিনায়ক ব্যাটের দুই দিকে দুইবার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো বারেই ব্যাটকে সোজা করে দাঁড়িয়ে রাখতে পারেননি। শেষে হাল ছেড়ে দিয়েছেন তিনি। ইনিংসটিকেও পারেননি লম্বা করতে। আউট হয়েছেন ৩৩ রানে। 

কোহলির কাণ্ড দেখে ভক্ত-সমর্থকেরা বেশ মজা পেয়েছেন। তাঁর এ ঘটনার আগে রুট কোনো সাহায্য ছাড়াই ব্যাটকে দাঁড়িয়ে রেখেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে। তা দেখে ক্রিকেট অনুরাগীরা তাঁকে ‘জাদুকর’ নাম দিয়েছেন। 

ব্যাট দাঁড়িয়ে রাখতে ব্যর্থ হলেও দ্রুত ছন্দে ফেরার আশায় আছেন কোহলি। একসময়কার ‘রান মেশিন’ সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত