হোম > খেলা > ক্রিকেট

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পিচ কিউরেটর বরখাস্ত

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর থেকেই সমালোচনা চলছে লখনৌর পিচ নিয়ে। এবার লখনৌর পিচ কিউরেটরকে বরখাস্ত করা হয়েছে।

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) এক মুখপাত্র পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে লখনৌর পিচ কিউরেটর বরখাস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কিউরেটরকে বরখাস্ত করা হয়েছে এবং সঞ্জীব কুমার আগরওয়ালের মতো অভিজ্ঞ কিউরেটরকে নিয়োগ দেওয়া হয়েছে।’ 

ইউপিসিএর মুখপাত্র আরও বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচের আগে মাঝ উইকেটে ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচ হয়েছে। উইকেট বেশি ব্যবহার করা হয়েছিল। বাজে আবহাওয়ায় নতুন উইকেট বানানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।’ 

গত পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করে কিউইরা। ১০০ রানের লক্ষ্য ভারত ৬ উইকেটে জিতেছে ১ বল হাতে রেখে। পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেছিলেন, ‘উইকেট মোটেও ভালো ছিল না। আমাদের আরও ভালো পিচ খুঁজতে হবে।’

এর আগে রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর গত পরশু ৬ উইকেটে জিতে সমতায় ফেরে ভারত। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ