হোম > খেলা > ক্রিকেট

রিজওয়ানকে দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সারা টেলর

টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন সেনসেশন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। অনন্য এই কীর্তি গড়ার পরদিনই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে।

এই গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে রিজওয়ানকে। তবু যেন পাকিস্তান ওপেনারকে দেখার তর সইছে না সারা টেলরের। রিজওয়ানকে কাছ থেকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ডের এই তারকা নারী ক্রিকেটার। মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শিখতে আর অপেক্ষা করতে পারছি না, রিজওয়ানকে দলে ভেড়ানো সাসেক্সের জন্য দারুণ ব্যাপার।’

আগামী মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শেষে ৫ এপ্রিল কাউন্টি খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা রিজওয়ানের। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশির ভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন পাকিস্তানি ওপেনার। সাসেক্সের হয়ে লুক রাইটের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে। 

সাসেক্সে প্রধান কোচ ইয়ান সলিসবুরি জানান, রিজওয়ানকে তাদের দলে নেওয়ায় বড় ভূমিকা রাখেন কাউন্টিতে দীর্ঘ সময় খেলা ও কোচিং করানো সাবেক দুই পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ ও সাকলায়েন মুশতাক। এদিকে সাসেক্সে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রিজওয়ান বলেন, ‘সাসেক্স পরিবার, আসসালামু আলাইকুম। ২০২২ মৌসুমে ঐতিহাসিক সাসেক্স কাউন্টি ক্লাবের অংশ হতে পারা সম্মানের। আমি রোমাঞ্চিত।’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত