হোম > খেলা > ক্রিকেট

রিজওয়ানকে দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সারা টেলর

টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন সেনসেশন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। অনন্য এই কীর্তি গড়ার পরদিনই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে।

এই গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে রিজওয়ানকে। তবু যেন পাকিস্তান ওপেনারকে দেখার তর সইছে না সারা টেলরের। রিজওয়ানকে কাছ থেকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ডের এই তারকা নারী ক্রিকেটার। মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শিখতে আর অপেক্ষা করতে পারছি না, রিজওয়ানকে দলে ভেড়ানো সাসেক্সের জন্য দারুণ ব্যাপার।’

আগামী মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শেষে ৫ এপ্রিল কাউন্টি খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা রিজওয়ানের। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশির ভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন পাকিস্তানি ওপেনার। সাসেক্সের হয়ে লুক রাইটের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে। 

সাসেক্সে প্রধান কোচ ইয়ান সলিসবুরি জানান, রিজওয়ানকে তাদের দলে নেওয়ায় বড় ভূমিকা রাখেন কাউন্টিতে দীর্ঘ সময় খেলা ও কোচিং করানো সাবেক দুই পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ ও সাকলায়েন মুশতাক। এদিকে সাসেক্সে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রিজওয়ান বলেন, ‘সাসেক্স পরিবার, আসসালামু আলাইকুম। ২০২২ মৌসুমে ঐতিহাসিক সাসেক্স কাউন্টি ক্লাবের অংশ হতে পারা সম্মানের। আমি রোমাঞ্চিত।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে