হোম > খেলা > ক্রিকেট

আজই কি অনুশীলনে সাকিব–মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের কোয়ারেন্টিন কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমতির অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিদপ্তর দুজনের বিষয়ে মৌখিক অনুমতি দিলেও এখনো লিখিত অনুমতি মেলেনি। বিসিবির আশা, আজ সেই অনুমতি মিলবে। আর অনুমতি মিললে বিকেলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনে দেখা যেতে পারে দুই তারকা ক্রিকেটারকে।

আইপিএল স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরে হোটেলে কোয়ারেন্টিনে আছেন সাকিব ও মোস্তাফিজ। তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা বৃহস্পতিবার। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ বিবেচনায় দুদিন আগে তাদের কোয়ারেন্টিন শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। আজ বেলা ১১টা পর্যন্ত সেই অনুমতি মেলেনি।

দুই ক্রিকেটারের বিষয়ে লিখিত অনুমতির অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাস পেয়েছি। এখনো লিখিত অনুমতি পাইনি। সেটি পেলে আজই দুই ক্রিকেটার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন।’

কোয়ারেন্টিন শেষে মোস্তাফিজকে হোটেল বদলাতে হবে না। তবে গুলশানের একটি হোটেলে থাকা সাকিবকে হোটেল বদল করে আসতে হবে সোনারগাঁওয়ে। সেখানেই জৈব সুরক্ষাবলয়ে থাকবে দুই দল। আজ স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি না মিললে কোয়ারেন্টিনের পূর্ণ মেয়াদ শেষ করেই মাঠে নামতে হবে সাকিব-মোস্তাফিজকে। সেটি হলে প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে পড়বেন দুই ক্রিকেটার। তাই টিম ম্যানেজমেন্ট মনে করছে একদিন আগেও তারা অনুশীলনে যোগ দিতে পারলে বেশি কাজে দেবে বাংলাদেশ দলকে।

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস