হোম > খেলা > ক্রিকেট

জয়-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউটের পর ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথমে দুই ওপেনার সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়। সাদমানের বিদায়ের পর জয় আর নাজমুল হাসান শান্ত বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।

আগের দিনের সঙ্গে আর ৭০ রান যোগ করার পর লাঞ্চের আগেই কিউইদের শেষ ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে ভালো একটা শুরু ম্যাচে রাখত মুমিনুল হকের দলকে। এখন পর্যন্ত সেটা পেরেছেন তাঁরা। 

সাদমান আর জয়ের ৪৩ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে এখন পর্যন্ত ৫০ রানের জুটি গড়েছেন জয়-শান্ত। ট্রেন্ট বোল্ট-নিল ওয়াগনারদের সামনে বাংলাদেশ ব্যাটারদের বেগ পেতে হয়নি তা নয়। বল কখনো ব্যাটের কানায় বাতাস লাগিয়ে গেছে তো কখনো পরাস্ত হয়েছেন ব্যাটার।

বাধ্য হয়ে তাই দেখেশুনে খেলতে হয়েছে সাদমান-জয়দের। ভালো শুরু করেও সেটা বড় করতে পারেননি সাদমান। ১৯তম ওভারের প্রথম বলে ওয়াগনারের নিচু হয়ে আসা ফুলটসে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আউট হয়ে যান সাদমান। টাইমিং ঠিক হয়নি, ব্যাটের কানায় লেগে বল যায় বোলারের হাতে। সাদমান ফেরেন ৫৫ বলে ১ চারে ২২ রান করে। 

সাদমানের বিদায়ের পর উইকেটে এসে মানিয়ে নিতে সময় নিয়েছেন শান্ত। আউট হতে হতেও কয়েকবার বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা-বিরতির পর ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে বাংলাদেশ। 

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার