হোম > খেলা > ক্রিকেট

মিরপুর টেস্টে অনিশ্চিত তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল প্রথমবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগের দিন বাংলাদেশ দলে প্রথম দুঃসংবাদ আসে তাসকিন আহমেদের চোট। সাইড স্ট্রেইনের চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন এ পেসার। এরপরই সন্ধ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের খেলাও অনিশ্চিত। 

তামিমে সন্তানের অসুস্থতার কথা উল্লেখ করে জালাল ইউনুস বলেছেন, ‘তামিম ইকবালের পরিবারে তার ছেলে খুব অসুস্থ। সন্তানকে নিয়ে সে ব্যস্ত আছে। শেষ মুহূর্তে সে খেলবে কি না আমারা নিশ্চিত নয়। তবু আশা করি সে খেলবে।’ 

তাসকিনের চোট নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘তাসকিনের সাইড স্ট্রেইনের চোট। বড় ধরনের চোট। তাকে অনেক দিন বিশ্রামে থাকতে হবে। চার সপ্তাহ লাগবে সেরে উঠতে।’ 

তবু জালাল ইউনুস আশাবাদী যারা দলে আছেন তারা ভালো খেলবেন, ‘এ ছাড়া দলে আর কোনো সমস্যা নেই। যারা দলে আছেন তারাও প্রমাণিত, সামর্থ্য রয়েছে ভালো কিছু করার।’ 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজের একমাত্র টেস্ট। এটা হবে দুই দলের মধ্যে প্রথম পাঁচ দিনের ম্যাচ।

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’