হোম > খেলা > ক্রিকেট

‘ডেলিভারি ম্যানের’ কাছে ডুবল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিস গ্রেভসের নাম শুনতেই হইহই করে উঠলেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েৎজার। জয়ের নায়কের প্রশংসা করতে করতে বলেই বসলেন, ‘আমাদের আমাজন ডেলিভারি ম্যান’! 

খুব বেশি দিন আগের ঘটনা নয়। গাড়িতে গ্রাহকের বাসায় বাসায়  ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের পণ্য পৌঁছে দেওয়া ছিল ক্রিস গ্রেভসের পেশা। ফাঁকে চলত ক্রিকেট। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন, এমনটাও বলা যাবে না। এক মাস আগে নেদারল্যান্ডসের বিপক্ষে চার উইকেট পেয়েছিলেন। তাতেই পেয়েছেন বোলিং কোটায় বিশ্বকাপে খেলার সুযোগ। বিশ্ব আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে হয়েছেন ‘অঘটন’ ঘটানোর নায়ক। 

কাল মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে   বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছে স্কটল্যান্ড, তখনই সাহসী এক ইনিংস খেলে বসলেন গ্রেভস। ২৮ বলে ৪৫ রান করে দলকে এনে দিলেন  ১৪০ রানের সংগ্রহ। পরে লেগ স্পিনেও জয়ের নায়ক তিনি। ফিরিয়েছেন বাংলাদেশের দুই সেরা ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। ম্যাচের ফল হিসেবে লেখা থাকবে স্কটল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। কিন্তু পেশাদার আমাজন ডেলিভারি ম্যানই যেন স্কটিশদের জয়ের আসল নায়ক, সেটা বলতে দ্বিধা করছেন না অধিনায়ক কোয়েৎজারও। 

কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গ্রেভসের প্রশংসা করতে গিয়ে  কোয়েৎজার জানালেন, ‘আমি গ্রেভসের জন্য গর্বিত। তাকে অনেক ত্যাগ স্বীকার করে এখানে আসতে হয়েছে। কিছুদিন আগেও কিন্তু সে আমাজনের পণ্য পৌঁছে দিত, আর আজকে কিনা সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সেরা খেলোয়াড়। আমি জানি না তাকে আর কত ভাবে প্রশংসা করা যায়!’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ