হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে চেপে ধরেছে ইংল্যান্ড

রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনে আধিপত্য বিস্তার করে খেলেছে ইংল্যান্ড। ব্যাটিং, বোলিং-সব দিক থেকেই পাকিস্তানের ওপর ছড়ি ঘড়িয়েছে ইংল্যান্ড। ৩৪৩ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানের দুটো উইকেট এরই মধ্যে তুলে নিয়েছে ইংল্যান্ড। আগামীকাল শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য দরকার আরও ২৬৩ রান। 

৪৯৯ রানে ৭ উইকেট নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ৮০ রান যোগ করতেই পাকিস্তান তাদের শেষ তিন উইকেট হারায়। স্বাগতিকেরা ৫৭৯ রানে অলআউট হলে ৭৮ রানের লিড পায় ইংল্যান্ড। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ১৩৬ রান করেন বাবর আজম। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ছয় উইকেট নিয়েছেন উইল জ্যাকস। প্রথম ইনিংসের চেয়ে আরও ঝোড়ো গতিতে ব্যাটিং করেছে ইংল্যান্ড। ৩৫.৫ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ২৬৪ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। এই ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন তিন ইংলিশ ব্যাটার। ৬৫ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া জো রুট ৬৯ বলে করেন ৭৩ রান এবং জ্যাক ক্রলি করেন ৪৮ বলে ৫০ রান। পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ, মোহাম্মদ আলি এবং জাহিদ মাহমুদ।

৩৪৩ রানের লক্ষ্যে দলীয় ২০ রানেই পাকিস্তান হারায় প্রথম উইকেট। ৬ রান করা শফিকের উইকেট তুলে নেন ওলি রবিনসন। দুই বল পর রবিনসনের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন আজহার আলি। বাবর মাত্র ৪ রান করে আউট হয়ে যান। পাকিস্তানি অধিনায়কের উইকেট নেন বেন স্টোকস। ৮০ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে পকিস্তান। ইমাম-উল-হক অপরাজিত আছেন ৪৩ রান করে এবং সৌদ শাকিল ২৪ রান করে অপরাজিত আছেন।  

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ