হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড গড়া শামি জানালেন সাফল্যের রহস্য

এই বিশ্বকাপেই দুই ম্যাচে নিয়েছিলেন ৫টি করে উইকেট। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট। কিন্তু এদিন দলকে সেমিফাইনালে তুলতে ক্যারিয়ার সেরা বোলিংটাই করে ফেললেন ৩৩ বছর বয়সী মোহাম্মদ শামি। ৫৭ রানে তুলে নিলেন ৭ উইকেট। 

এটি শুধু তাঁর ক্যারিয়ার সেরা বোলিংই নয়, বিশ্বকাপেও কোনো ভারতীয় বোলারের সেরা বোলিং। শুধু বিশ্বকাপই বা বলছি কেন, ওয়ানডেতেই কোনো ভারতীয়র সেরা বোলিং। ভারতের পক্ষে ৭ উইকেট নেওয়া সেরা বোলারও। আজ ৭ উইকেট নিয়ে ওয়ানডে বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৫৪। এই উইকেট নিতে তাঁকে খেলতে হয়েছে মাত্র ১৭ ইনিংস। বিশ্বকাপের ইতিহাসেই এত কম ইনিংস খেলে উইকেটে ‘ফিফটি’ করা প্রথম বোলারও তিনি। এত অর্জনের দিনে সেমিফাইনালের সেরাও হয়েছেন তিনি। 

তো এত ভালো বোলিংয়ের রহস্য কী! রহস্য-টহস্য কিছু নেই। ভালো খেলার খেলার তাগিদ, ভালো করার তাগিদ থেকেই এসেছে এই সাফল্য। শামির ভাষায়, ‘আগের দুই বিশ্বকাপে সেমিফাইনালে হেরে গিয়েছিলাম আমরা। আবার কবে সুযোগ পাব কে জানে। তাই আমরা চেয়েছি জয়ের জন্য সবকিছু করতে। কোনো সুযোগ আর হাতছাড়া করতে চাইনি।’

৫৭ রানে শামির ৭ উইকেট-বিশ্বকাপের সেরা বোলিং নয়। সেরা বোলিং গ্লেন ম্যাকগ্রার। ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এই পেসার নামিবিয়ার বিপক্ষে ১৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। আজ অবধি সেটিই বিশ্বকাপের সেরা বোলিং হয়ে আছে।

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত