হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রাহুল

করানো পজিটিভ হওয়ায় ভারতীয় দলের সঙ্গে যেতে পারেননি রাহুল দ্রাবিড়। প্রধান কোচকে ছাড়াই গত সপ্তাহে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে রওনা দেয় দল। রাহুলের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যান ভিভিএস লক্ষ্মণ। যাঁর নেতৃত্বে এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি সারেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে পাকিস্তানের বিপক্ষে আজ ম্যাচ শুরুর আগে ভারতীয় দল সুসংবাদ পেয়েছে।

সুসংবাদটি হচ্ছে, ভারতের প্রধান কোচ রাহুল করোনা নেগেটিভ হয়েছেন। ইতিমধ্যে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন দুবাইয়ে। পাকিস্তানের বিপক্ষে হেভিওয়েট ম্যাচে ৪৯ বছর বয়সী কোচ থাকবেন দলের ডাগআউটে।

এক বিবৃতি দিয়ে কোচ রাহুলের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রধান কোচ যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই ধ্রুপদি লড়াইয়ের ম্যাচে থাকা হচ্ছে না লক্ষ্মণের। বিসিসিআইের পক্ষেও তেমনটি বলা হয়েছে, ‘ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় কোভিডমুক্ত হয়েছেন। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।’

ভারতীয় ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেবেন লক্ষ্মণ। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে দেশটির ‘এ’ দল। কিউইদের বিপক্ষে ম্যাচ শুরু হবে ১ সেপ্টেম্বর। সেখানে দায়িত্বে থাকবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক লক্ষ্মণ।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর