হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রাহুল

করানো পজিটিভ হওয়ায় ভারতীয় দলের সঙ্গে যেতে পারেননি রাহুল দ্রাবিড়। প্রধান কোচকে ছাড়াই গত সপ্তাহে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে রওনা দেয় দল। রাহুলের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যান ভিভিএস লক্ষ্মণ। যাঁর নেতৃত্বে এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি সারেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে পাকিস্তানের বিপক্ষে আজ ম্যাচ শুরুর আগে ভারতীয় দল সুসংবাদ পেয়েছে।

সুসংবাদটি হচ্ছে, ভারতের প্রধান কোচ রাহুল করোনা নেগেটিভ হয়েছেন। ইতিমধ্যে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন দুবাইয়ে। পাকিস্তানের বিপক্ষে হেভিওয়েট ম্যাচে ৪৯ বছর বয়সী কোচ থাকবেন দলের ডাগআউটে।

এক বিবৃতি দিয়ে কোচ রাহুলের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রধান কোচ যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই ধ্রুপদি লড়াইয়ের ম্যাচে থাকা হচ্ছে না লক্ষ্মণের। বিসিসিআইের পক্ষেও তেমনটি বলা হয়েছে, ‘ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় কোভিডমুক্ত হয়েছেন। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।’

ভারতীয় ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেবেন লক্ষ্মণ। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে দেশটির ‘এ’ দল। কিউইদের বিপক্ষে ম্যাচ শুরু হবে ১ সেপ্টেম্বর। সেখানে দায়িত্বে থাকবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক লক্ষ্মণ।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও