হোম > খেলা > ক্রিকেট

সূচি চূড়ান্ত, ১০ জুন বাংলাদেশে আসছে আফগানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই ভাগে সিরিজ হওয়ার ব্যাপারটি আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। 

এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন সাকিব-রশিদরা। যদিও দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। ব্যস্ত সূচির কারণে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি বাতিল করে দুই দলের ক্রিকেট বোর্ড। 

সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন ঢাকায় পা রাখবেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। প্রথমভাগে টেস্ট খেলে ভারতে সিরিজ খেলতে যাবেন আফগানরা। 

ভারত থেকে ১ জুলাই আবার বাংলাদেশে দ্বিতীয় ভাগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে আফগানিস্তান। ৫,৮ ও ১১ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজ। পর দিন সিলেটে যাবে দুই দল। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৭ জুলাই বাংলাদেশ থেকে ফিরবেন আফগানরা।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর