হোম > খেলা > ক্রিকেট

অলিম্পিক গেমসে ফিরল ক্রিকেট, সঙ্গে আরও চার খেলা

আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। লস অ্যাঞ্জেলসে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আজ মুম্বাইয়ে আইওসির বৈঠকে প্রত্যাশিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সপ্তাহে জানা যায়, অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরানোর বিষয়টি। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিই এলো আজ। ২০২৮ অলিম্পিকে দেখা যাবে নারী ও পুরুষ দলের টি-টোয়েন্টি ক্রিকেট। প্রাথমিকভাবে প্রত্যেক ক্যাটাগরিতে ৬ দল অংশ নেবে।

ক্রিকেট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হলো বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশসহ মোট আরও পাঁচ খেলা। অবশ্য অলিম্পিক গেমসে এসব দেখা যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সংস্করণে।

অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইওসির সদস্য নিতা আম্বানি। যুগান্তকারী এই সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের ক্রীড়া প্রোগ্রামে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি স্বাগত সংযোজন, যা বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক আন্দোলনের জন্য প্রচুর নতুন আগ্রহ এবং সুযোগের সম্ভাবনা।’

১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। প্রথমবার ব্যাট-বলের এই লড়াই অলিম্পিকে দেখা গিয়েছিল ১৯০০ প্যারিস সংস্করণে। সেবার অংশ নিয়েছিল দুই দল। আর বেসবল ও সফ্টবল ক্রীড়া প্রোগ্রামের অংশ হিসেবে অলিম্পিক গেমসে অনেকবার দেখা গেছে। সবশেষ ২০২০ টোকিও অলিম্পিকেও এই খেলা ছিল।

ল্যাক্রোস খেলাটিও অলিম্পিকে ফিরছে শত বছরের বেশি সময় পরে। ১৯০৪ সেন্ট লুইস ও ১৯০৮ লন্ডন অলিম্পিকে দেখা গিয়েছিল ১২ শতকে উত্তর আমেরিকায় জন্ম খেলাটির। ফ্ল্যাগ ফুটবল ও স্কোয়াশের অলিম্পিক অভিষেক হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।

ঢাকা কি রংপুরের প্লে অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক