হোম > খেলা > ক্রিকেট

‘মিস্টার ফিফটি’ তামিম, সর্বোচ্চ রানসংগ্রাহক হতে কত দূরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে—এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) তামিম ইকবালের গল্প এমনই। টুর্নামেন্টের শুরুর দিকে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তিনি। সেই তামিম এবার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে পাল্লা দিচ্ছেন। ফিফটি যেন তাঁর কাছে ডালভাত। 

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরেছেন তামিম। ফরচুন বরিশালের হয়ে ৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন। জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। সংস্করণ বদলে ওয়ানডেতে প্রাইম ব্যাংকের হয়ে এরপর ডিপিএল শুরু করেন। এখানেও তিনি অধিনায়ক। তবে প্রথম তিন ম্যাচে তিনি করেন ১৭,১৬ ও ৬ রান। প্রথম তিন ম্যাচ মিলে যে তামিম ৫০ রান করতে পারেননি, এবার তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। ৫ ফিফটিতে টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাঁর রান ৪০৩। ৪৯৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তারই ডিপিএল সতীর্থ পারভেজ হোসেন ইমন। তামিমের চেয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস বেশি মাহিদুল ইসলাম অঙ্কনের। মোহামেডানের হয়ে এখনো পর্যন্ত ৬টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন অঙ্কন। 
 
তামিমের বদলে যাওয়ার শুরু ২১ মার্চ থেকে। বিকেএসপির তিন নম্বর মাঠে এবারের ডিপিএলের প্রথম ফিফটি করেন তিনি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৬৭ রান। টুর্নামেন্টের প্রথম ফিফটিকে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার পরিণত করেছেন হ্যাটট্রিক ফিফটিতে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেছেন ৫৪ ও ৬৫ রান। তামিম লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অবশ্য ফিফটি করতে পারেননি। তবে ৩০ মার্চের ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ৩৫ রানের কার্যকর এক ইনিংস খেলেন। ৪০ বলের ইনিংসে মেরেছেন ৫ চার। 

টানা ফিফটিতে মাঝে এক ম্যাচ বিরতি তামিমের পড়েছে ঠিকই। তবে ছন্দে ফিরতে (টানা ফিফটি) সময় লাগেনি তাঁর। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেন ৭৪ রান। একই ধারাবাহিকতায় শেখ জামালের বিপক্ষে আজ করেছেন ৭০ বলে ৬৯ রান। মেরেছেন ৫ চার। তামিম টুর্নামেন্টে পঞ্চম ফিফটি করে ফেরার প্রাইম ব্যাংক এখন ধুঁকতে শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাইম ব্যাংক ৩০.৫ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করেছে প্রাইম ব্যাংক। মোহাম্মদ মিঠুন ব্যাটিং করছেন ১৩ বলে ১১ রান করে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শেখ জামাল ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করেছে। দলটির ইনিংস সর্বোচ্চ ১১৫ রান করেন সাইফ হাসান। ওপেনিংয়ে নেমে ১২০ বলে ১২ চার ও ৩ ছক্কা মেরেছেন।

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা