মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিদর্শনে এসেছিলেন নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল। আজ দুপুরে পরিদর্শনে আসেন তিন সদস্যের প্রতিনিধি দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বায়ো বাবল ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা।
নিউজিল্যান্ড দলের ম্যানেজার মাইক স্যান্ডল, কোভিড কর্মকর্তা অ্যান্ড্রু লাভ ও নিরাপত্তা ব্যবস্থাপক টেরি মিনিশ মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন। একাডেমি মাঠ, ড্রেসিংরুম ও মিরপুর শেরেবাংলার মূল ভেন্যুসহ সবকিছু পরিদর্শন করেন তাঁরা। আগামীকাল কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। অনুশীলনের আগের দিন তাই তাঁরা সবকিছু পরিদর্শন করেন।
গত সপ্তাহে বাংলাদেশে আসেন এই তিন পর্যবেক্ষক দল। দুজন আসেন ১৭ আগস্ট আর অন্যজন আসেন ২০ আগস্ট। বাংলাদেশে এসে তিন দিনের কোয়ারেন্টিন করেন তাঁরা।