হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ড সফর থেকে ছুটি পেয়েছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে না যেতে ছুটির আবেদন  করেছিলেন সাকিব আল হাসান। পারিবারিক কারণ দেখিয়ে এই সফর থেকে যে ছুটি চেয়েছিলেন তিনি, সেটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সাংবাদিকদের সাকিবের ছুটি মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবি নির্বাচকেরা। ঘোষিত দলে রাখা হয় সাকিবকে। তবে দল ঘোষণার আগেই মৌখিকভাবে তিনি জানান নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা। দল ঘোষণার পর পারিবারিক কারণ দেখিয়ে ছুটির জন্য বিসিবির কাছে লিখিত আবেদন করেন সাকিব। 

অবশেষে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বোর্ড। বাঁহাতি অলরাউন্ডার বিশ্রামে চলে যাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। নিউজিল্যান্ডের সফরে কি ১৭ জনের দল যাবে নাকি সাকিবের শূন্যস্থান পূরণ করা হবে, সেটা এখনো জানায়নি বিসিবি।  

আগামী পরশু বুধবার দিবাগত রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মুমিনুল হকরা। নতুন বছরের প্রথম দিন শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

কেন ব্যর্থ বাজবল

রুদ্ধশ্বাস জয়ের পরও তলানিতে তাসকিনরা

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা