হোম > খেলা > ক্রিকেট

তানজিম সাকিবের চোখে মাশরাফি যোদ্ধা

হাঁটুর সমস্যা মাশরাফি বিন মর্তুজার কাছে নতুন কিছু নয়। গত ২০ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলতে গিয়ে এমন সমস্যায় পড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট তো বটেই, বিপিএলেও এমন সমস্যা থেকে রেহাই পাননি।

২০২৩ বিপিএলের মতো এবারও মাশরাফি খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বাভার এবারও পড়েছে তাঁর কাঁধে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২.৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বোলিং করেছেন শর্ট রান আপে। এরপর রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ বলে করেন ৬ রান। তবে এক ওভারও বোলিং করেননি। এরই মধ্যে মাশরাফির ফিটনেস ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরই সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল। অন্যদিকে বিপিএলে সিলেট পর্ব শুরু হচ্ছে আগামীকাল। তাঁর আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান সাকিব। মাশরাফির প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, ‘মাশরাফি ভাই যোদ্ধা এবং তিনি নেতা। আমি ছোটবেলা থেকে ওনার (মাশরাফি) খেলা দেখে দেখেই বড় হয়েছি। আপনি জানেন ওনার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে এরপরেও দেশের জন্য খেলে গেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা।’

হাঁটুর চোটের কারণে মাশরাফিকে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে বারবার। অস্ত্রোপচার, সেলাই, ইঞ্জেকশনের অত্যাচার তো বাংলাদেশের এই ক্রিকেটারের ওপর তো কম হয়নি। তবু ২০০১ থেকে ২০২০ পর্যন্ত ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মাশরাফি। ৩১০ ম্যাচে নিয়েছেন ৩৯০ উইকেট। এমন অদম্য মানসিকতার মাশরাফি তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে পারেন বলে মনে করেন তানজিম সাকিব। তানজিম সাকিব বলেন, ‘আমাদের (ক্রিকেটারদের) জন্য তিনি (মাশরাফি) রোল মডেল। বিশেষ করে পেস বোলারদের জন্য। তিনি ব্যথাকে ব্যথা হিসেবে কখনোই নেননি। আমরা যারা তরুণ আছি, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তার মতো নেতা যদি ড্রেসিংরুমে থাকেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা