হোম > খেলা > ক্রিকেট

অভিষেকেই রেকর্ডের পাতায় ইংলিশ পেসার

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে রেকর্ডের পাতায় ঢুকে গেলেন অলি রবিনসন। এটি এমনই এক রেকর্ড, যা ভাঙার সুযোগ নেই আর কারও। লর্ডসে শততম ইংলিশ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো রবিনসনের।

এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে ক্যারিয়ার শুরু করা আরেক ইংলিশ জেমস ব্রেসির দখলে থাকছে ৯৯ নম্বর স্থানটি। তালিকায় সবার ওপরে আছেন স্ট্যানলি ক্রিস্টোফারসন। ১৮৮৪ সালে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে লর্ডসে অভিষেক হয়েছিল স্ট্যানলির। লর্ডসে প্রথম অভিষিক্ত স্ট্যানলির টেস্ট ক্যারিয়ার অবশ্য আর দীর্ঘায়িত হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে খেলা প্রথম টেস্টই তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট।

স্ট্যানলির খেলা সেই টেস্টেই বড় জয় পেয়েছিল ইংল্যান্ড। অজিদের বিপক্ষে ইংলিশদের জয় ছিল ইনিংস ও ৫ রানে। ম্যাচে এক ইনিংসে ব্যাট করে স্ট্যানলি করেন ১৭ রান, বল হাতে নিয়েছিলেন ১ উইকেট। স্ট্যানলির উত্তরসূরি রবিনসন ক্যারিয়ারের প্রথম টেস্টে দলের পক্ষে প্রথম উইকেটটি নিয়েছেন।

রবিনসন প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩ ম্যাচে উইকেট নিয়েছেন ২৭৯টি। স্ট্যানলি তাঁর ক্যারিয়ারে ৬৬টি প্রথম শ্রেণির ম্যাচে পেয়েছেন ২৪১ উইকেট।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা