হোম > খেলা > ক্রিকেট

বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পদত্যাগ

বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর পদত্যাগ করেছে ক্রিকেট স্কটল্যান্ড বোর্ড। একটি স্বাধীন তদন্তে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের প্রমাণের প্রেক্ষিতে পদত্যাগের কথা জানায় বোর্ড।

স্পোর্ট স্কটল্যান্ড গত বছর তদন্তটি শুরু করে, যা আজ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এর আগেই গতকাল এক দীর্ঘ চিঠিতে নিজেদের পদত্যাগের কথা নিশ্চিত করে বোর্ড। একই সঙ্গে বর্ণবাদ বা অন্য যেকোনো বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েও বিবৃতি দিয়েছে বোর্ডটি।

ক্রিকেট স্কটল্যান্ডের এক কর্মকর্তা এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ক্রিকেট স্কটল্যান্ড সামনের দিনগুলোতে সংগঠন এবং খেলাধুলার জন্য যথাযথ শাসন, নেতৃত্ব এবং সমর্থন নিশ্চিত করতে অবিলম্বে স্পোর্টস স্কটল্যান্ডের সঙ্গে অংশীদারত্বে কাজ শুরু করবে। ক্রিকেটে বর্ণবাদের প্রতিবেদন প্রকাশের পর এই ব্যবস্থাগুলো পর্যালোচনা করা হবে। সেই অনুযায়ী আপডেট আসবে।’

গত বছরের নভেম্বরে স্কটিশ অফ স্পিনার মজিদ ক্যারিয়ারজুড়ে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। গায়ের রঙের কারণে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তাঁর সতীর্থ কাসিম শেখও। মজিদ খেলোয়াড়, কোচসহ আরও অনেকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছিলেন।

চাপ সামলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ক্রিকেটারের সেঞ্চুরি

পয়েন্ট কাটা নয়, বাংলাদেশের চাওয়া গুরুত্বের সঙ্গেই দেখছে আইসিসি: বিসিবি

পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জেনেও তাঁদের নিয়ে বিশ্বকাপের দল দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপে কেমন দল দিল বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নেপাল

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে বাধা ভারতের ‘ইগো’

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’