হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের নাম করে শারীরিক সম্পর্কের অভিযোগ

ক্রীড়া ডেস্ক    

জশ দয়ালের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ উঠেছে। ছবি: ক্রিকইনফো

খেলোয়াড়দের যেন ঝামেলার শেষ নেই। বাজে পারফরম্যান্সে তো সমালোচনার ঝড় ওঠেই। এমনকি মাঠের পারফরম্যান্সের বাইরে বিভিন্ন রকম অভিযোগ শোনা যায়। যেখানে আইপিএল খেলা এক ক্রিকেটারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেছেন এক নারী।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন এক নারী। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেন সেই নারী। এমনকি তাঁকে (নারী) বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার দয়াল শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ উঠেছে। দয়ালের বিরুদ্ধে রয়েছে মানসিকভাবে নির্যাতনেরও অভিযোগ।

এনডিটিভির আজকের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযোগ করা নারী ১৪ জুন নারীদের হেল্পলাইন ১৮১ নম্বরে ফোনও দিয়েছিলেন। তবে থানা পর্যায়ে অভিযোগটা নেওয়ার মতো অবস্থায় যায়নি বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অফিসের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল, ছবি—সবই সেই নারীর কাছে প্রমাণ হিসেবে রয়েছে। এই ব্যাপারে দ্রুত ও নিরপেক্ষভাবে পদক্ষেপের অনুরোধ করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই পদক্ষেপ শুধু তাঁর জন্যই নয়, এমন প্রতারণামূলক সম্পর্কের ফাঁদে যাঁরা পড়েন তাঁদেরও ভবিষ্যতে বাঁচিয়ে দেবে।’

দয়ালের বিরুদ্ধে অন্যান্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথাও জানা গেছে ভুক্তভোগী নারীর অভিযোগপত্রে। ইন্ডিয়া টুডে গত রাতে সূত্রের বরাতে জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে এ বিষয়ে একটা প্রতিবেদন চাওয়া হয়েছে। পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগপত্র নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ২১ জুলাই পর্যন্ত।

দয়াল এ বছর আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। ১৫ ম্যাচে ৯.৫৯ ইকোনমিতে নেন ১৩ উইকেট। এর আগে ২০২২ সালে গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএল জিতেছিলেন তিনি।

বিপিএল তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি