দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে গতকাল রাতে ঢাকায় পা রাখেন চন্ডিকা হাথুরুসিংহে। ১০-১২ ঘণ্টার মধ্যে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চলে আসেন শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের। খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মাঠ, উইকেট ও একাডেমি মাঠ সবই একদিন পরিদর্শন করলেন বাংলাদেশ কোচ। সংবাদমাধ্যমের সঙ্গে অবশ্য কোনো কথা বলেননি তিনি।
মিরপুরে ঐচ্ছিক অনুশীলন ও হাথুরুর সঙ্গে সাক্ষাতে এসেছিলেন নুরুল হাসান সোহানও। অনুশীলন শেষে সোহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাথুরুর অধীনে বাংলাদেশ এবার আগের চেয়েও ভালো করবে। এই উইকেটরক্ষক ব্যাটার বললেন, ‘সবার সঙ্গে এসে কথা বলেছে (হাথুরু)। আমার কাছে মনে হয় ভবিষ্যতে ভালো কিছুই হবে। অধিকাংশই (খেলোয়াড়) ওর পরিচিত, ও জানে। সবকিছু ভালোই হবে, ইনশাআল্লাহ।’
সোহান মনে করেন, হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছেন হাথুরু। আর এটা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে। সোহান বললেন, ‘আমার মনে হয় পরিকল্পনায় অনুযায়ী ও খুব ভালো এবং কৌশলগত যে জিনিসগুলো আছে, আমার কাছে মনে হয়েছে ও হোমওয়ার্ক করেই এসেছে। যে জিনিসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে।’
হাথুরুর অধীনে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তান ও ভারতের মতো দলকে হারিয়েছিল। সোহান আশাবাদী, এবার দল আরও ভালো করবে। তিনি বলেছেন, ‘শেষ যখন ছিল—আমরা এখন আরও ভালো কিছু আশা করছি, এটাই হওয়া উচিত। ৩-৪ বছর আগে বাংলাদেশ যে জায়গাটায় ছিল, আমার কাছে মনে হচ্ছে, আস্ত আস্তে এগোচ্ছে। এখন অনেক পারফরমার আছে, যারা তার সময় অনেকে নতুন ছিল, এখন অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এ অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, দলগতভাবে, আলাদা আলাদাভাবেও অনেক জায়গায় উন্নতি করার জায়গা আছে। সে জিনিসটা আস্তে আস্তে করছে। আমার কাছে মনে হয়, ফল আগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি।’