হোম > খেলা > ক্রিকেট

শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় কী বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক    

শান্তর অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে মন্তব্য করতে চান না বিসিবি সভাপতি। ফাইল ছবি

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ হারের হতাশার মধ্যেই এল এই সিদ্ধান্ত। যদিও এমন কিছুর ইঙ্গিত আগে থেকেই ছিল। তবে শান্তর অধিনায়কত্ব ইস্যুতে এখনই কিছু বলতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন বুলবুল। তার আগে প্রথম টেস্ট হারের ব্যাপারে জানতে চাইলে বুলবুল বলেন, ‘মাত্র খবর পেলাম আমরা হেরে গিয়েছি। যেহেতু আমি এই ম্যাচটা দেখিনি, তাই প্রতিক্রিয়া দিতে পারব না। আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই—আমি বোর্ডের সভাপতি, কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা আমার কাজ না।’

কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা। তবে আজ কলম্বোয় ইনিংস ও ৭৮ রানে হারের পর সেই আলোচনা আর জল্পনা-জটিলতায় রাখেননি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়ে দিয়েছেন—তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না।

গলে প্রথম টেস্টে ব্যাটিং ও নেতৃত্বে দারুণ ভূমিকা রাখেন শান্ত। তারপর তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়বেন না বলেও আশা করেছিলেন বুলবুল। তবে সেই বিশ্বাস ভুল প্রমাণিত করে শান্ত দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তবে এ ব্যাপারে বোর্ড সভাপতি কোনো মন্তব্য মন্তব্য করতে চাননি, ‘এসবের জন্য ক্রিকেট পরিচালনা বিভাগ আছে, সেখানে সিলেক্টর আছে। তাদের কাজ এটা। তারা যদি কখনো মনে করে আমাকে কাজে লাগাতে চায় বা জানাতে চায়, সে ব্যাপারে আমি সাহায্য করব। এই ব্যাপারে আমি এখন মন্তব্য করতে পারব না।’

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার