হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি জিততে দিল না কাউকেই

ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে যেন তৃতীয় দল হিসেবে খেলল বৃষ্টি। তিন ম্যাচেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। যেখানে আজ নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হয়েছে টাই। আর ১-০ তে সিরিজটি জিতল ভারত।

নেপিয়ারে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে শুরু হয়েছে ৪০ মিনিট পর। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। আগে ব্যাটিং নিয়ে দারুণ খেলছিল কিউইরা। একটা সময়ে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১৩০ রান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০ রানে শেষ ৮ উইকেট হারায় কিউইরা। ১৯.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। স্বাগতিকদের সর্বোচ্চ রান করেন ডেভন কনওয়ে। ৪৯ বলে ৫৯ রান করেন এই কিউই ব্যাটার। ভারতের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৯ ওভারে ৭৫ রান তুলতেই চার উইকেট হারায় ভারত। এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস মেথডে ম্যাচটি হয়ে যায় টাই। টাই হওয়া এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর সিরিজসেরা হয়েছেন সূর্যকুমার যাদব। ১২৪ গড় ও ২০৩.২৭ স্ট্রাইকরেটে এই সিরিজে করেন ১২৪ রান।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল