হোম > খেলা > ক্রিকেট

দুই ম্যাচ নিষিদ্ধ ভারতীয় অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়োচিত আচরণের বড় শাস্তিই পেলেন হারমানপ্রীত কৌর। ভারতীয় অধিনায়ককে ১ টেস্ট কিংবা ২ ওয়ানডে অথবা ২ টি-টোয়েন্টি নিষিদ্ধ করেছে আইসিসি। ভারতীয় নারী দলের পরের সিরিজ­­-টুর্নামেন্ট যেহেতু এশিয়ান গেমস, ধরে নেওয়া যায় টি­-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়াডের দুটি ম্যাচ তিনি খেলতে পারবেন না। 

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দুই ম্যাচ নিষিদ্ধের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হারমনপ্রীতের। ভারত ফাইনালে উঠলে খেলতে পারবেন তিনি। 

কৌরের শাস্তির ব্যাপারটি ছড়িয়ে পড়েছিল দুদিন আগেই। বেশ সময় নিয়ে আজ সন্ধ্যায় সেটি আনুষ্ঠানিকভাবে জানাল আইসিসি। আইসিসির দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন হারমানপ্রীত। শুধু ম্যাচই নিষিদ্ধ হননি তিনি। ম্যাচ ফির ৭৫ শতাংশ এবং ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। লেভেল ২ ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাশং এবং ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হারমানপ্রীত। আর বাকি ২৫ শতাংশ এবং ১ পয়েন্টে লেভেল ১ ভঙ্গ করায়। আইসিসির নিয়ম অনুযায়ী, ৪টি ডিমেরিট পয়েন্ট রুপান্তরিত হবে দুটি নিষেধাজ্ঞা পয়েন্টে। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, যে সংস্করণের ম্যাচ সামনে থাকবে।

মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪ তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে নাহিদা আক্তারকে সুইপ করতে গিয়েছিলেন হারমানপ্রীত। ব্যাটের কানায় লেগে ফাহিমা খাতুনের ক্যাচ হন। ভারতীয় অধিনায়ক মাঠেই ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এমনকি মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপরও রাগ ঝাড়েন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। 

হারমানপ্রীত যে বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন সেটি গত দুদিন ধরে ইঙ্গিত মিলছিল। তাঁর এমন আচরণের জন্য বড় শাস্তির কথা জানিয়েছিলেন খোদ ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। ভারতীয় কিংবদন্তির বাইরে আরও অনেকে তাঁর বড় শাস্তির কথা বলেছিলেন।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার